২০২৩ সালের ১৬ই এপ্রিল, বাংলা ২ বৈশাখ ১৪৩০ নদীয়া সেঁজুতি প্রকৃতি বিদ্যাশ্রম এর বিশেষ উদ্যোগে শান্তিপুরে শিশু কিশোর গ্রন্থাগারের সূচনা হয়। অনুষ্ঠান সকাল সাতটা থেকে শুরু হয় ৷





উদ্বোধনী সংগীত পরিবেশন করে শিশু শিল্পী ধ্রুবিকা পাল ৷ বিজ্ঞান কর্মী সুব্রত দে’র পরিচালনায় হাতে-কলমে বিজ্ঞানের প্রথম কর্মশালাটি অনুষ্ঠিত হয় ৷ উপস্থিত ছিল শিশুকাকলি বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ ৷